চৌহালীর বিভিন্ন দুর্গম চরে গণ অধিকার পরিষদের লিফলেট বিতরণ।
- Update Time : ০৯:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৪৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক
জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দলে নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বিভিন্ন দুর্গম চরে লিফলেট বিতরণ ও জনসংযোগ করে গণ অধিকার পরিষদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার সকালে চৌহালী উপজেলা করিতলা, হাটঘোরজান, নওহাটা বাজার সহ চরের বিভিন্ন স্থানে জনসংযোগ করে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন গন অধিকার পরিষদ টাংগাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও চৌহালীর কৃতি সন্তান মো: শামীমুর রহমান সাগর, চৌহালী উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক ও তুখোড় ছাত্র নেতা মো: ফারুক আহমেদ সিদ্দিকী , যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহজালাল, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হোসেন আলীম ও সহ সভাপতি যুব অধিকার পরিষদ মো: নবী মিয়া প্রমুখ।
টাংগাইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও প্রধান অতিথি মো: শামীমুর রহমান সাগর বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ভাইয়ের দক্ষ নেতৃত্ব ও ইস্পাত কঠিন মনোবলে গড়া বাংলাদেশ গণ অধিকার পরিষদে যোগ দিয়ে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের উপজেলার দুর্গম চরে এ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই কার্যক্রম উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড হয়ে গ্রামের অলি গলিতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও গন অধিকার পরিষদ চৌহালী উপজেলার আহবায়ক মো: ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, তৃণমূল পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের পদযাত্রা আর সুখী সমৃদ্ধি উপজেলা গড়তে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

