চৌহালীতে টাস্ক ফোর্সের বিশেষ অভিযান, মুচলেকায় ছাড়লেন শ্রমিকদের। ।
- Update Time : ১০:৪৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৫৭৯ Time View


নিজস্ব প্রতিবেদক
বহনকারী লাইটার জাহাজের শ্রমিকদের আটক করে প্রাথমিকভাবে সতর্ক করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
টাস্কফোর্স কমিটির সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে এবং পরিবেশ সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভাঙ্গন কবলিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে দীর্ঘদিন যাবত তীর ঘেঁষে বালু বহনকারী অবৈধ বাল্কহেড (লাইটার জাহাজ) চলাচলের ফলে যমুনার তীর তীব্র ভাঙ্গন দেখা দিলে।রোববার রাতে চৌহালীর যমুনা নদীতে টাস্ক ফোর্সের যৌথ অভিযানে বালু বহনকারী লাইটার জাহাজের শ্রমিকদের আটক করা হয়।পরে মানবিক বিবেচনায় প্রাথমিকভাবে সতর্ক করে মুচলেকা ছেড়ে দেওয়া হয়।
যমুনা নদীর তীর রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে এবং তীরবর্তী এলাকার পরিবেশ রক্ষার জন্য ইউএনও এই ধরনের অভিযান পরিচালনা করছেন।
এদিকে স্থানীয়রা এই ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
অভিযানে গণমাধ্যম কর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ শাখার যুগ্ম আহবায়ক সরোয়ার রাব্বি, তামিম হোসেন ও মারুফ হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও ১৭টি লাইটার জাহাজের শ্রমিকদের সরকারি নির্দেশনা অমান্য করায় সতর্কতামূলকভাবে ৮,৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান।
