বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
- Update Time : ১১:২০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৬১৪ Time View


আসাদুল্লাহ স্টাফ রিপোর্টার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের একই সেশনের শিক্ষার্থী মো: আসাদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মিদুল সরকার।
নবনির্বাচিত সভাপতি মো: জাহাঙ্গীর আলম বলেন—
“সকলের ভালোবাসা ও আস্থায় সভাপতি নির্বাচিত হয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ ও সম্মানিত। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্যের প্রতিফলন। সমিতি কারো একার নয়, এটি সবার। সকলে মিলে কাজ করলে সমিতি শিক্ষার্থীদের প্রকৃত কল্যাণে এক দৃষ্টান্ত স্থাপন করবে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: আসাদুল ইসলাম বলেন—
“এই দায়িত্ব আমার জন্য বিশাল সম্মান ও দায়বদ্ধতা। রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের ঐক্য ও বিশ্বাসই আমার বিজয়ের মূল শক্তি। নেতৃত্ব মানে পদ নয়, বরং সবার জন্য কাজ করার অঙ্গীকার। আমার লক্ষ্য থাকবে এই সমিতিকে গবেষণা ও জ্ঞানচর্চার প্ল্যাটফর্মে রূপান্তরিত করা।”
নবনির্বাচিত কোষাধ্যক্ষ মো: মিদুল সরকার বলেন—
“কোষাধ্যক্ষ হিসেবে জয়লাভ আমার জন্য গর্বের। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। বিশেষভাবে ধন্যবাদ জানাই নির্বাচন কমিশন ও সমিতির সকল ভাইয়া-আপু, বন্ধু ও সহপাঠীদের, যারা আমাকে সমর্থন করেছেন। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় আমরা সমিতিকে আরও এগিয়ে নিয়ে যাব।”

