০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরে ইসলামী আন্দোলনের স্থানীয় নেতা ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার।

Reporter Name
  • Update Time : ০২:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ১২ Time View

 

 

 

 

স্টাফ রিপোর্টার।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবুল হোসেন। তিনি নাগরপুর সদর ইউনিয়নের মরহুম নুরুল ইসলাম নুরুর ছেলে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগরপুর উপজেলা শাখার সদর ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে অবস্থিত একটি অটোরিকশার পার্টস বিক্রির দোকানের আড়ালে আবুল হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল—এসআই রাকিব, এএসআই তাহের ও আতিক—উক্ত দোকানে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেফতার করে।

থানা পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশের প্যাকেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখে বিক্রি করতেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন জানান, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত আবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে বুধবার (১৪ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

নাগরপুরে ইসলামী আন্দোলনের স্থানীয় নেতা ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার।

Update Time : ০২:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

 

 

 

 

স্টাফ রিপোর্টার।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আবুল হোসেন। তিনি নাগরপুর সদর ইউনিয়নের মরহুম নুরুল ইসলাম নুরুর ছেলে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগরপুর উপজেলা শাখার সদর ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে অবস্থিত একটি অটোরিকশার পার্টস বিক্রির দোকানের আড়ালে আবুল হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল—এসআই রাকিব, এএসআই তাহের ও আতিক—উক্ত দোকানে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেফতার করে।

থানা পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশের প্যাকেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখে বিক্রি করতেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন জানান, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত আবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে বুধবার (১৪ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।