চৌহালীর এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার।
- Update Time : ০৬:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ৮০৮ Time View


স্টাফ রিপোর্টার।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর ভার্সিটি নৌকা ঘাট থেকে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। ধারণা করে হচ্ছে সরকারি ভর্তুকি মূল্যের ১৫ টাকা কেজি দরের চাল। চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল যুক্ত ছিলো। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব চাল জব্দ করা হয়।
উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: মোস্তাফিজুর রহমান জানান, সরকারি ভর্তুকি মূল্যে দেওয়া চাল কিছু অসাধু ব্যক্তি ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুদ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।
বর্তমানে চালগুলো জব্ধ করে সৌদিয়া চাঁদপুরের ইউনিয়ন ইউপি সদস্য জনাব মো: পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে এবং এনায়েতপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আদালতের নির্দেশ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান।
অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
