চৌহালীতে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি
- Update Time : ১২:১২:০১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২৮৫ Time View

ং
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পরিবার কল্যাণ পরিদর্শকা ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল (বুধবার) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে পরিবার কল্যাণ পরিদর্শকা,পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী বৃন্দরা তাদের দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: ইলিয়াস হোসাইন, পরিবার কল্যাণ সহকারী বিউটি খাতুন, পরিবার কল্যাণ সহকারী গোলাপজান, পরিবার কল্যাণ পরিদর্শকা নাসরিন পারভীন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: রুবেল মন্ডল।
বক্তব্যে তারা বলেন আমাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে, দাবি মোদের একটাই নিয়োগ বিধি বাস্তবায়ন চাই। তারা বলেন নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর দিতে বাধ্য হবো।

