1. shahalom.socio@gmail.com : admin :
  2. mdjoy.jnu@gmail.com : Admin. :
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শার্শার বেনাপোলে ১৭টি স্বর্ণের বার সহ ১ চোরাকারবারি আটক পটুয়াখালীতে জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদার কর্তৃক অর্থ সহায়তা প্রদান ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি দক্ষিণাঞ্চলের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা; অবিলম্বে বরিশালে গ্যাস সংযোগের দাবিতে বাসদের বিক্ষোভ পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে আলহাজ্ব অ্যাড. আরিফুজ্জামান রনির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঝিকরগাছায় পৃথক জায়গায় একই দিনে দুই গৃহবধূর আত্মহত্যা, অপমৃত্যুর মামলা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঝিকরগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পটুয়াখালীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে উপকূলীয় বন বীভাগের উদ্যোগে আন্তর্জাতিক ‘জীববৈচিত্র্য দিবস’ ২০২৩ পালিত পটুয়াখালীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন পটুয়াখালীর গলাচিপাতে ১৮ পিস ইয়াবা সহ এক ব্যক্তি আটক
দেশের সকল জেলা,উপজেলা ও কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অবশ্যক।আগ্রহীগন যোগাযোগ করুন।

Www.updatebangladesh0@gmail.com

সন্ত্রাসী বাধা উপেক্ষা করে মহান মে দিবসে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর লাল পতাকা মিছিল, শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে সোমবার, ১ মে, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

আজ ১লা মে সকাল ১০টায় অশ্বিনী কুমার হলচত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে আসার সময় জিয়া সড়কে চিহ্নিত চাঁদাবাজ যাত্রা কালাম ইজিবাইক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রশীদকে চড়-ঘুষি মারেন এবং জিয়া সড়কে গাড়ি চলাচলের জন্য চাঁদা দাবি করেন। কালুশাহ সড়কে ১৪ ও ১৫ নং ওয়ার্ডের শ্রমিকদের এবং নুরিয়া স্কুলের সম্মুখে সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিকদের মিছিলেও স্থানীয় সন্ত্রাসীরা বাধা প্রদান করেন। সকল বাধা অতিক্রম করে শ্রমিকরা সমাবেশে যোগদান করে। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সহ-সভাপতি ও বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন(রেজি নং ২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক শহীদ হাওলাদার। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারন সম্পাদক মানিক হাওলাদার,সহ-সভাপতি গোলাম রসুল, ব্যাটারিচালিত রিক্সা -ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ১৩ নং ওয়ার্ড সভাপতি শহীদুল ইসলাম , সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, বরিশাল সদর স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন (রেজি নং ১৬) এর সভাপতি আবু তাহের, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সংগঠক বিজন শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, আজ থেকে ১৩৬ বছর আগে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন অগাস্ট, স্পাইজ, এঞ্জেলস, ফিসার । মালিক এবং সরকার ভেবেছিল, নির্যাতন করে, ফাঁসী দিয়ে শ্রমিক নেতাদেরকে হত্যা করে শ্রমিক আন্দোলন দমন করা যাবে। কিন্তু ন্যায্য দাবিতে গড়ে উঠা এই আন্দোলনকে হত্যা ও নির্যাতনের মাধ্যমে দমন করা যায় নাই। বরং এই আন্দোলন ছড়িয়ে পড়ে পৃথিবীর দেশে দেশে।
মে দিবসের ১৩৭ বছর পরেও ৮ ঘন্টা কাজের দাবী বাস্তবায়িত হয়নি। বরিশালের সমস্ত কারখানায় ১০-১২ ঘন্টা কর্মঘণ্টা চালু আছে, অথচ কোন ওভারটাইম চালু নেই। সোনারগাঁও টেক্সটাইল এ ২০১৮ সালের গেজেট অনুযায়ী বেতনস্কেল চালু হচ্ছেনা। স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসহ বেশিরভাগ প্রতিষ্ঠানে নিয়োগপত্র পরিচয়পত্র দেয়া হচ্ছেনা। ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত করে বি আর টি এ থেকে লাইসেন্স দেয়া হচ্ছেনা, উপরন্তু মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এভাবে শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানি-নির্যাতনের শিকার হচ্ছে, হচ্ছে অধিকারবঞ্চিত। বক্তারা মে দিবসের চেতনায় শোষণমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান।
একইসাথে বক্তারা বরিশালে শ্রমিক ফ্রন্ট এর মে দিবসের সমাবেশে জিয়া সড়ক, কালুশাহ সড়ক ও নুরিয়া স্কুলের সম্মুখে শ্রমিক ফ্রন্টের মিছিলে সরকারদলীয় সন্ত্রাসীদের বাধায় নিন্দা জানান এবং সকল বাধা পেরিয়ে সমাবেশে যোগদানের জন্য শ্রমিকদের অভিনন্দন জানান।
সমাবেশে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমাবেশ শেষে একটি লাল পতাকাশোভিত সহস্রাধিক মানুষের মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন