অনলাইন নিউজঃ
প্রধানমন্ত্রী আজ সোমবার (৬জুলাই) এক শোকবার্তায় বলেন, জাতীয় পুরষ্কার প্রাপ্ত এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো। মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে পরাজিত হবার ফলে বস্তুত আমাদের আধুনিক সঙ্গীত অঙ্গন কিছুটা পরাজিত হলো।
তিনি বলেন, জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যেখানে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, প্রভৃতি কাল বিজয়ী গানের মধ্য দিয়ে সঙ্গীতভূবনে বেঁচে থাকবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর এর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কমেন্ট করুন