ডেস্ক রিপোর্টঃ
মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের একটি মাইলফলক হচ্ছে ই নামজারি বা ই মিউটেশন। ভুমি সেবা গ্রহিতারা এখন বিশ্বের যে কোন প্রান্ত থেকে অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ই মিউটেশনের আবেদন করতে পারবে। হয়রানি বা দালালের খপ্পর থেকে মুক্ত হয়ে সহজেই সেবা গ্রহিতারা সেবা পাচ্ছেন। আর এর স্বীকৃতি হিসেবে জাতিসংঘ এ বছর ভূমি মন্ত্রণালয় “United Nations Public Service Awards-2020” এ ভূষিত হয়। এই প্রথম কোন মন্ত্রণালয় এ ধরণের কোন সম্মানজনক পুরস্কার অর্জন করলো। বাংলাদেশের সকল ভূমি অফিস এ অর্জনকে মানুষের সাথে ভাগাভাগি করে উদযাপন করতে চাই।তারই ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিস বাকেরগঞ্জ এবং উপজেলা ভূমি অফিসের অধীণ ১৪ টি ইউনিয়ন ভূমি অফিসে ব্যানার বিতরণ করেন সহকারী কমিশনার ভূমি ,বাকেরগঞ্জ মোঃ তরিকুল ইসলাম । ব্যানার বিতরণকালে তিনি বলেন এ স্বীকৃতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় ভূমি মন্ত্রী, সম্মানীত ভূমি সচিব, ভূমি সংস্কার বোর্ডের সম্মানীত চেয়ারম্যান ,জেলা প্রশাসকবৃন্দ,অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ,ইউ এন ও বৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ , ভূমি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত সকলের। ভূমি ব্যবস্থাপনা আরও জনবান্ধব,গতিশীল এবং প্রযুক্তিনির্ভর করতে তিনি সকলের সহযোগিতায় প্রত্যাশা করেন।
কমেন্ট করুন