আপডেট বাংলাদেশ নিউজঃ
আজ ১৩ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল জেলায় একযোগে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। এ কর্মসূচী উদ্বোধন করেন অমিতাভ সরকার, বিভাগীয় কমিশনার বরিশাল ।এছাড়াও জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বরিশাল রেঞ্জ, বরিশাল মেট্রোপলিটান পুলিশ,জেলা প্রশাসন,বরিশালসহ অন্যান্য বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসন, এ বিভাগের বিভিন্ন বিভাগীয় দপ্তরসমূহ, জেলা দপ্তরসমূহ, উপজেলা দপ্তরসমূ্হ, বিভিন্ন এনজিও,সুশিল সমাজ,শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।তারই অংশহিসাবে বাকেরগঞ্জ উপজেলার উপজেলা ভূমি অফিসের নেতৃত্বে উপজেলা ভূমি অফিস সহ ভরপাশা ইউনিয়ন ভূমি অফিস,রংগশ্রী ইউনিয়ন ভূমি অফিস,প্রাদিশীবপুর ইউনিয়ন ভূমি অফিস,নিয়ামতি ইউনিয়ন ভূমি অফিস,গারুড়িয়া ইউনিয়ন ভূমি অফিস,দুধল ইউনিয়ন ভূমি অফিস, কবাই ইউনিয়ন ভূমি অফিস,নলুয়া ইউনিয়ন ভূমি অফিস,চরাদি ইউনিয়ন ভূমি অফিস,চরামদ্দি ইউনিয়ন ভূমি অফিস,ফরিদপুর অফিস,দূর্গাপাশা ইউনিয়ন ভূমি অফিস,দাড়িয়াল ইউনিয়ন ভূমি অফিস ও কলসকাঠি ইউনিয়ন ভূমি অফিস সহ মোট ১৪ টি ইউনিয়ন ভূমি অফিসে এ বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।উপজেলা ভূমি অফিস, বাকেরগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়, সহকারী কমিশনার ভূমি ,বাকেরগঞ্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম, বীর মুক্তযোদ্ধা মানিক হোসেন মোল্লা,উপজেলা কৃষি কর্মকর্তা মুসা ইবনে সাঈদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান শোভ্ন, প্রেস ক্লাব, বাকেরগঞ্জ এর সাধারণ সম্পাদক মোঃ সেলিম,যুগান্তর পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি মোঃ জুয়েল তালুকদার সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ বৃক্ষরোপন কর্মসূচী সম্পর্কে সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভাগীয় কমিশনার বরিশাল, অমিতাভ সরকার এর তত্ত্বাবধানে, জেলা প্রশাসক বরিশাল এস,এম,অজিয়র রহমান এর প্রত্যক্ষ বাস্তাবায়নে এবং উপজেলা নির্বাহী অফিসার, মাধবী রায় এর সহযোগিতায় উপজেলা ভূমি অফিস এবং এ উপজেলার ১৪ টি ইউনিয়ন ভূমি অফিসসমূহ একযোগে এ বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করে। সকল ভূমি অফিসসমূহতে আম,পেয়ারা,বেল,বাদাম,সোনালু,কদম,আমলকি,কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০ টি ফলজ,বনজ ঔষধি এবং ফুলের গাছ রোপন করা হয়। এ মাসে উপজেলা ভূমি অফিসের নেতৃত্বে এ ধরণের প্রায় ৮০০০ টি ফলজ,বনজ, ঔষধি এবং ফুলের গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়।
কমেন্ট করুন