জহিরুল ইসলাম
যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে র্যাবের অভিযানে ২১ টি ককটেল বোমা উদ্ধার হয়েছে। সোমবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় এলাকা থেকে ককটেল গুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ জানায়, রাতে র্যাব-৬ যশোর, এর অভিযানে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে অভিযান চালিয়ে ১ টি বালতি ভর্তি (২১ টি) ককটেল বোমা উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেল বোমাগুলো অত্যন্ত বিপজ্জনক। এগুলো কোনো বড় ধরনের নাশকতামূলক কাজে ব্যবহার করা হতে পারতো।
র্যাব-৬, যশোর এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, উদ্ধারকৃত ককটেল বোমাগুলো বেনাপোল পোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে র্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
কমেন্ট করুন