জহিরুল ইসলাম
যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ার্দারের সার্বিক দিক নির্দেশনায় সোমবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১টা ৩০ মিনিটে ছোট আঁচড়া গ্রামের নতুন থানা ভবনের সামনে থেকে ৫৯ বোতল ফেনসিডিল সহ জাকির হোসেন নামে এক মাদক চোরাকারবারিকে আটক করে। তিনি শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের জিল্লুর রহমানের ছেলে। একই দিন ১২টা ১৫ মিনিট বেনাপোল থানা এলাকার বড় আঁচড়া গ্রামের, স্থল বন্দরের ২২ নং শেড থেকে পরিত্যক্ত অবস্থায় আর ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া জানান, আসামীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট করুন