ডেস্ক রিপোর্ট: বরিশালের বাকেরগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন সড়কের সামনে গরুর সাথে ধাক্কায় প্রাণ হারিয়েছেন রাজিব (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী। স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল-পটুয়াখালী অভ্যন্তরীণ সড়কে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়- রাজিব নামের যুবক মোটরসাইকেল চালিয়ে বরিশাল থেকে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে বাসস্ট্যান্ড এলাকায় অতিক্রমকালে একটি গরু দৌঁড়ে রাস্তার ওপরে আসলে মোটরসাইকেটির সাথে ধাক্কা লাগে। এসময় পথচারীরা ছুটে এসে যুবককে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
কমেন্ট করুন