নিহত ব্যক্তিরা হলেন বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া এলাকার মৃত সেকান্দার মল্লিকের পুত্র হারুন মল্লিক( ৫৫),একই ইউপির গাছ থেকে পড়ে মৃত আঃ খালেক তালুকদারের ছেলে পলাশ তলুকদার(৪৫),অন্যদিকে বেলুখা নামক স্থানে মাহিন্দ্রা উল্টে নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
ওসি মাকসুদুর রহমান বলেন,চরমোনাই মাহফিল থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রা বরিশাল পটুয়াখালী মহাসড়কের আউলিয়াপুর বেলুখা নামক স্থানে এলে নিয়ন্ত্রন হরিয়ে খাদে পড়েগেলে এক ব্যক্তি গুরুতর আহত হয়, অন্যদিকে বড়িয়া এলাকায় অটোরিকশা উল্টেও ১ জন গুরুতর আহত হয় এবং আউলিয়াপুর এলাকায় ১ জন গাছ থেকে পড়ে যায় তিনজনই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
কমেন্ট করুন