বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
বাকেরগঞ্জ থানা সুযোগ্য অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান নেতৃত্বে সোমবার বাকেরগঞ্জের ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের ভোতরা বাজার থেকে নলছিটি থানার খালেক খানের পুত্র সোহেল খানকে ২৫(পচিশ) পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ (সার্কেল)-এর নির্দেশনায় বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালানো হয়। সোমবার রাত আনুমানিক ১১ টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আহসাব , এএসআই মামুন কনেস্টবল ইনাম ও রাসেল হোসেনসহ একটি টিম ভোতরা বাজারে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।মাদকের বিরুদ্ধে অভিযান চলোমান থাকবে বলেও জানান বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান।
কমেন্ট করুন