ডেস্ক রিপোর্টঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের তেতুলিয়া নদীতে নদী ভাঙ্গন প্রকল্পের কাজে অনিয়ম দূর্নীতি প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের বিরুদ্ধে থানায় জিডি।
নদী বিস্তৃত এলাকা হওয়া প্রতিবছর বাড়ি ঘড় নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিকের প্রচেষ্টায় অসহায় মানুষের বাড়ি ঘড় রক্ষায় এই প্রকল্পটি আনেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কিছু
অসাধু কর্মকর্তার যোগসাজশে
নদীর ভাঙ্গন মেগা প্রকল্পে তেতুলিয়া নদীর লোকাল বালু দিয়ে নদীতে জিওব্যাগ ফালাচ্ছে। এবিষয়ে দুর্গাপাশা ইউনিয়নের চেয়ারম্যান হানিফ তালুকদার বলেন, বালুর পরিবর্তে তেতুলিয়া নদীর কাদামাটি জিওব্যাগ ভর্তি করিয়া নদীতে ফেলার অভিযোগ পেলে তাতক্ষনিক উপস্থিত লোকজন নিয়ে লেবার সরদার ও বলর্গেডের মাঝি ও লেভারদের জিজ্ঞাস কর হয়। এই তেতুলিয়া নদী থেকে প্রায় ৮ দিন যাবত কাদা মাটি উত্তেলন করে জিও ব্যাগের মাধ্যমে ভরা হয়, যা নিয়মের পরিপন্থী। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে৩টি জাহাজ চৌকিদারের মাধ্যমে আটক করে রাখা হয়েছে। তাদের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে বিভিন্ন কল্পকাহিনী সাজিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো: রেজাউল করিম বাকেরগঞ্জ থানায় একটি জিডি করেন।
কমেন্ট করুন