ডেস্ক রিপোর্টঃ
বরিশাল জেলার, বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গার হাট নামক স্থানে ০৯/০৫/২০২০ তারিখ, রোজ মঙ্গল বার স্থানীয় জনসাধারন কর্তৃক রেনুপোনা বহন কারী পিকাপ ভ্যান আটক করা হয়। আটককালে পিকাপ ড্রাইভার অবস্থার বেগতিক বুঝে পালিয়ে যায়। স্থানীয় জনসাধারণ এ ব্যাপারে উপজেলা প্রশাসন,বাকেরগঞ্জ এর উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় কে জানালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট , বাকেরগঞ্জ মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিব হাসান কে ঘটনা স্থানে পাঠান । কর্মকর্তাদ্বয় কর্তৃক উল্লিখিত স্থানে গিয়ে পিক আপ সহ ০৪ টি ড্রাম জব্দ করা হয়।পরবর্তিতে ড্রামের রেনু পোনা ও লার্ভি গুলো স্থানীয় তুলাতুলি নদীতে অবমুক্ত করা হয়। এ প্রসংগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম বলেন মৎস্য হ্যাচারি আইন ২০১০ মোতাবেক রেনু পোনা নিবন্ধন ব্যাতিত কোন হ্যাচারি এর উৎপাদন,পরিবহন ও বিপনন করতে পারবেনা । এছাড়া মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক রেনু পোনা বা অতি ক্ষুদ্রাকৃতির মাছ মারা বা বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ । সুতরাং এ ধরণের অপরাধ থেকে দূরে থাকার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন।
কমেন্ট করুন