ডেস্ক রিপোর্টঃ
বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে খাস জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১৬ জানুয়ারী,সোমবার দুপুরে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চরআউলিয়াপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আবুজর মো ইজাজুল হক জানান,আদালত চলাকালীন সময় অবৈধভাবে খাস জমি থেকে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ট্রলারের মালিক আকিব জাভেদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর(১৫)১ ধারায় তাৎক্ষণিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়,সরকারী সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কমেন্ট করুন