1. shahalom.socio@gmail.com : admin :
  2. mdjoy.jnu@gmail.com : Admin. :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ন
দেশের সকল জেলা,উপজেলা ও কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অবশ্যক।আগ্রহীগন যোগাযোগ করুন।

Www.updatebangladesh0@gmail.com

বাকেরগঞ্জের শ্যামপুরে বাসদ পরিচালিত মানবতার কৃষি খামারে ষড়যন্ত্রমূলক বিষ প্রয়োগ: দশ লক্ষাধিক টাকার ক্ষতিসাধনে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

আজ এক বিবৃতিতে বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বাকেরগঞ্জের শ্যামপুরে বাসদ পরিচালিত মানবতার কৃষি খামারে ষড়যন্ত্রমূলক বিষ প্রয়োগে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাকেরগঞ্জের শ্যামপুরে ২০২০ সাল থেকে বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর পৈতৃক জমিতে এলাকার মানুষের জনকল্যাণ ও কর্মসংস্থানের লক্ষ্যে বাসদের পরিচালনায় একটি কৃষি খামার, স্বাস্থ্যকেন্দ্র ও পাঠাগার নির্মাণের কাজ শুরু হয়। এই উদ্যোগে এলাকার মানুষ উপকৃত হলেও স্থানীয় মেম্বারসহ এলাকার কিছু কুচক্রীমহল ঐ জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ গতকাল শেষরাতে মানবতার কৃষি খামারে মজিবর গাজীসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী মোটরসাইকেলে করে চারটি পুকুরে প্রায় ২০ প্যাকেট বিষ ডিডিটি ছুড়ে মারে। খামারের কর্মচারী রাজিব টের পেয়ে তাড়া দিলে তারা পালিয়ে যায়৷ কিন্তু ডিডিটি বিষের প্রয়োগে খামারের পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। এতে খামারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়।

নেতৃবৃন্দ বলেন, এলাকার মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে বাধাগ্রস্থ হওয়া আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে। স্থানীয় মেম্বারদের প্রশ্রয়ে বেড়ে ওঠা মুজিবর গাজীসহ এই সন্ত্রাসীবাহিনী দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। কখনো তারা দাঙ্গা করে হামলা করছে, কখনো পুকুরে বিষ দিয়ে মাছ মারছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনায় জড়িত মুজিবর গাজীসহ সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন