ডেস্ক রিপোর্টঃ
বৃহস্পতিবার(২৩মার্চ) দুপুর ৩টায় দিকে বরিশালের বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নে শিকদারপাড়া এলাকায় বিশখালী নদীতে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ছুটি হওয়ার পরে বাসায় যাওয়ার পথে নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানালে ঘটনা স্থলে বিপুল পরিমাণে স্থানীয় মানুষের জমায়েত হয়।
স্থানীয় জনগণ ৯৯৯এ ফোন করে বাকেরগঞ্জ থানায় লাশের সন্ধান পাওয়া খবর জানালে ঘটনাস্থলে এস আই মাহমুদুল হাসান এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম স্থানীয়দের সহায়তায় লাশ উপরে তুলে লাশের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়।
অজ্ঞাতনামা লাশটি রঙ্গশ্রী ইউনিয়ন দাওকাঠী গ্রামের খান বাড়ি শওকত হোসেন (৯০) পিতাঃ মৃত্যু আজহার উদ্দিন খান।পারিবারিক সুত্রে জানাযায়।মৃত্যু শওকত হোসেন (সুকুর) দুপুরে ভাত খেয়ে বাড়ির দরজায় বের হয়।পরনে ছিলো শীতের সাই রং-এর সোয়েটার কালো রং-এর প্যান্ট পায়ে জুতা অবস্থায় বেসে ওঠে।মৃত্যু শওকত হোসেন এর শরীর আগাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ থানায় প্রেরন করা হয়।
কমেন্ট করুন