ডেস্ক রিপোর্টঃ
হাডু ডু থেকে হাড়িভাঙা- চেয়ারে বসা থেকে সাঁতারে ভাসার মধ্য দিয়ে গতকাল বরিশালের বাকেরগঞ্জে আনন্দঘন পরিবেশে বাসদের ২য় বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলার উদ্বোধন হয় শ্যামপুর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জনার্দন দত্ত নান্টু বাসদ বরিশাল জেলা শাখার ২য় বার্ষিক মিলনমেলার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড ইমাম হোসেন খোকন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। উদ্বোধনের পর একটি র্যালি শ্যামপুর বাজার থেকে শুরু হয়ে বাসদ পরিচালিত মানবতার কৃষি খামারে এসে শেষ হয়।
বাকেরগঞ্জের শ্যামপুরে বাসদ পরিচালিত মানবতার কৃষি খামারে দিনব্যাপী আয়োজনে দৌড়, জাতীয় খেলা হাডুডু, সাঁতার প্রতিযোগিতা, হাড়িভাঙা প্রভৃতি গ্রামীণ খেলাধুলা, প্রীতিভোজ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক আয়োজনে আনন্দমুখর পরিবেশে বাসদের ২য় বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
কমেন্ট করুন