অপু জিসান হালদার
স্টাফ রিপোর্টার,ঢাকা।
কারিতাস ঢাকা অঞ্চলের উদ্যম প্রকল্পের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ৮০টি ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, দুধ, চাল, ডাল, আলু সহ নানা ধরনের পুঁষ্টিকর উপাদান। কারিতাস উদ্যম প্রকল্প ২০১০খ্রি: হতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, মাদকাসক্ত, যৌনকর্মী, পথশিশু, বস্তিবাসী, গার্মেন্টস্ ওর্য়াকার এবং নিম্ন আয়ের মানুষদের নিয়ে কাজ করছে। প্রকল্পটি আশুলিয়া, সাভার, মোহাম্মদপুর এবং গাজীপুর টঙ্গী এলাকায় কমিউনিটির লেড এপ্রোচে কাজ করে যাচ্ছে। প্রকল্পের মাধ্যমে খাদ্য, পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। উপকারভোগীদের বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি আর্থিক অনুদান দিয়ে ক্ষুদ্র ব্যবসা করার সুযোগ তৈরী করে দিচ্ছে। প্রকল্পের সহযোগিতায় যে সকল মাদকাসক্ত রিকভারীরা সুস্থ জীবনে ফিরে এসে আত্মকর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন তাদের এবং প্রকল্পের বিভিন্ন কমিটির সদস্যদের অনুদানের মাধ্যমে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, ইউপি সদস্য মো: সাদেক ভুইয়া, ধামসোনা ইউনিয়ন পরিষদ, সমাজসেবক হাজী আব্দুল আজিজ প্রমুখ।
কমেন্ট করুন