পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ সহ নতুন ৬ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।পটুয়াখালী সিভিল সার্জন সূত্রে জানা গেছে,গত ২১ মে রাত্রে নতুন আক্রান্তদের রিপোর্ট পাওয়া গেছে,এর মধ্যে রয়েছেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা গ্রামের স্বামী-স্ত্রী দুজন। দুমকী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহিদুল হাসান শাহীন জানান, ৩৮ বছর বয়স্ক আক্রান্ত ব্যাক্তি ৫দিন আগে ঢাকা থেকে স্ত্রী-কে নিয়ে বাড়িতে আসেন। তিনি পেশায় একজন গাড়ী চালক ও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় থাকেন। গত ১৮ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়।
আক্রান্ত অন্যরা হচ্ছেন, ২৪ বছর বয়স্ক একযুবক যার বাড়ী মির্জাগঞ্জ উপজেলার গাবুয়া, কাকড়াবুনিয়া এলাকায়,এছাড়া সদর উপজেলার খলিসাখালী এলাকার ৪২ বছর বয়স্ক একজন এবং ৩৪ বছর বয়স্ক অন্য একজন পটুয়াখালীর।
কমেন্ট করুন