অপূর্ব সরকার,
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী।
কেন্দ্রীয় আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ কর্তৃক পটুয়াখালীর বায়তুল মামুর হাফিজিয়া মাদ্রাসার শতাধিক এতিমদের মাঝে ইফতার বিতরন করেছেন।
শনিবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের সিটি সেন্টারের ওডিটরিয়ামে ইফতার বিতরন করা হয়। ইফতারের আগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ ইব্রাহীম।
ইফতার বিতরন অনুষ্ঠানে আলী আশরাফ এতিমদের উদ্দেশ্যে বলেন,এখানে উপস্থিত তোমরা যারা আছো তাদের সকল সমস্যার দায়িত্ব আমি নিলাম। তোমাদের খাবার থাকা নিয়ে সমস্যা হলে তোমার আমার বাসায় যেকোনো সময় চলে আসবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যে উন্নয়ন সাধন করছে সেগুলো তোমাদের মনে রাখতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ ভূঁইয়া, হুমায়ুন চৌধুরী প্রমুখ।
কমেন্ট করুন