1. shahalom.socio@gmail.com : admin :
  2. mdjoy.jnu@gmail.com : Admin. :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১২ অপরাহ্ন
দেশের সকল জেলা,উপজেলা ও কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অবশ্যক।আগ্রহীগন যোগাযোগ করুন।

Www.updatebangladesh0@gmail.com

পটুয়াখালীর (কুয়াকাটা – ঢাকা) মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৭

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

অপূর্ব সরকার
স্টাফ রিপোর্টার,পটুয়াখালী।

কুয়াকাটা- ঢাকা মহাসড়কের পায়রা সেতুর দক্ষিন টোল প্লাজা সংলগ্ন পাগলা এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও ৭ জন আহত হয়েছে। নিহতের নাম শাওন। তার বাড়ি সদর উপজেলার বদরপুর ইউপির গাবুয়া গ্রামে। এ ঘটনায় তুহিন পরিবহনের একটি বাস আটক করেছে পুলিশ।

দুমকী থানার ওসি আবুল বশার জানান,কুয়াকাটা থেকে তুহিন পরিবহনের একটি বাস দিনাজপুর যাচ্ছিলো। বাসটি পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতুর দক্ষিন টোল প্লাজা সংলগ্ন পাগলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মটোর সাইকেলের বেপরোয়া গতি দেখে পাশে হার্ড ব্রেক করে থামিয়ে দেয়। এ সময় পেছন থেকে অন্য একটি মোটর বাইক এসে সামনের মটোর সাইকেলের পেছনে সজোড়ে ধাক্কা মারলে দুইটি মটোর সাইকেলের চালক ছিটকে রাস্তায় পরে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে তার সামনের একটি অটোকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে পরে যায়। ঘটনার পর পর স্থানীয়রা আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপসতালে নিয়ে গেলে ডাক্তার দ্বিতীয় মোটর সাইকেল চালক শাওন(২২) কে মৃত ঘোষনা করেন।

নিহত শাওনের বাড়ি সদর উপজেলার বদরপুর ইউপির গাবুয়া গ্রামে।
বাকী আহতদের নাম জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন