1. shahalom.socio@gmail.com : admin :
  2. mdjoy.jnu@gmail.com : Admin. :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ অপরাহ্ন
দেশের সকল জেলা,উপজেলা ও কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অবশ্যক।আগ্রহীগন যোগাযোগ করুন।

Www.updatebangladesh0@gmail.com

পটুয়াখালীতে ৪৫০(চারশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার একজন

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে

অপূর্ব সরকার,
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী।

পটুয়াখালীতে ৪৫০(চারশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শাহজাহান বদ্দার(৪৫) নামে এক যুবককে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

১০ এপ্রিল (সোমবার) বিকাল ০৩ঃ৪৫ ঘটিকার সময় পটুয়াখালী জেলার বাউফল থানাধীন নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ ধনাদী – টু – নিমাদীগামী এলাকার আলী হাওলাদারের বাড়ির সামনে(দক্ষিণ পাশে) পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ শাহজাহান বদ্দার(৪৫) মৃত আঃ খালেক বদ্দার এর ছেলেকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের এসআই (নিঃ) এম নজরুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদার দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় পটুয়াখালী জেলার বাউফল থানাধীন ০৯ নং নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ ধনাদী টু নিমাদীগামী এলাকার পাকা রাস্তার উপর হইতে মোঃ শাহজাহান বদ্দার(৪৫) এর কাছ থেকে প্রাপ্ত একটি খাকী খামের মধ্যে সাদা এয়ার টাইট জীপারে রক্ষিত সাদা কসটেপ দ্বারা প্যাচানো ০৩(তিন) টি প্যাকেট উদ্ধার করে। যাহার প্রতিটি প্যাকেটে ১৫০ পিচ করিয়া মোট (১৫০×৩) =৪৫০(চারশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট যাহার অবৈধ মূল্য অনুমানিক ১,৩৫,০০০(এক লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত আসামী মোঃ শাহজাহান বদ্দার(৪৫) বিরুদ্ধে বাউফল থানায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন