অপূর্ব সরকার
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
সম্প্রতি ঠাকুরগায়ের বালিয়াডাঙ্গী, পিরোজপুরের মঠবাড়িয়া মতুয়া সম্মেলনে হামলা, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৬ নং মজিদবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণ কান্ত হালদারের বাড়িঘরে হামলা ও জমির ধান লুটপাটসহ সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক হামলা, হুমকি দেবদেবীর বিগ্রহ ভাংচুরের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ। ১১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কাজী আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য তারক চন্দ্র সাহা, মহিলা ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট বিভা রানী, সদর উপজেলার সভাপতি স্বপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুবাস হাওলাদারসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, হিন্দু মুসলমান আমরা সবাই এই দেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই। রক্ত দিয়ে ও মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি সুতরাং আমরা কেন এই নির্যাতন ও নিপীড়নের শিকার হবো। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমরা যেন এই ধরনের সমস্যা থেকে রক্ষা পাই। আর এইসব হামলার যারা ইন্ধন দাতা তাদের দ্রুত আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করতে হবে। না হলে পরবর্তীতে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
পরে মানববন্ধন শেষে পটুয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে লঞ্চঘাট গিয়ে শেষ হয়।
কমেন্ট করুন