অপূর্ব সরকার
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ সিজন-২ এর উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী শনিবার সকালে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদের উদ্দ্যোগে পটুয়াখালী আবুল কাসেম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন।
এ টুর্নামেন্টে পটুয়াখালীর ৪টি এবং বরিশালের ২টি দলসহ নারায়নগঞ্জ, ঢাকা, খুলনা এবং রাজশাহীর ১৪টি দল অংশ গ্রহণ করেন। এছাড়া উদ্বোধনী খেলায় নারায়নগঞ্জের রেইনবো স্ট্রাইকারকে ৮ উইকেটে হারিয়েছ পটুয়াখালী কিংস। রেইনবো স্ট্রাইকার প্রথমে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ৬২ রান করে। ৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৬৭ রান করে ৮ উইকেটে জয় সুনিশ্চিত করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.ন.ম আমিনুল হক মামুন। এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন, যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম শোয়েব, ক্রিকেটার সোহাগ গাজীসহ ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ এবং অংশগ্রহনকারী ক্রিকেটারবৃন্দ।
কমেন্ট করুন