1. shahalom.socio@gmail.com : admin :
  2. mdjoy.jnu@gmail.com : Admin. :
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাবার সাথে দেখা করে বাড়ি ফেরা হলো না রাজবাবুর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি শার্শায় নিজ বাড়ির আঙ্গিনা থেকে নারীর মরদেহ উদ্ধার বেনাপোলে ৩৫৫ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ কেশবপুরে মায়ের বিরুদ্ধে জমজ সন্তানকে হত্যার অভিযোগ শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে শার্শার যুবক কলারোয়ায় নিহত আইন অনুসরণ না করে বিএনপি নেতাকর্মীদের সাজা দেওয়ার অভিযোগ-বিজেএএফ বেনাপোলে ২১টি ককটেল উদ্ধার পটুয়াখালীতে  চাঞ্চল্যকর চুরি হওয়া ৪২ রাউন্ড গুলিসহ ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার; গ্রেফতার-১ মির্জা ফখরুলের জামিন শুনানি স্থগিত, পিপি অসুস্থ!
দেশের সকল জেলা,উপজেলা ও কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অবশ্যক।আগ্রহীগন যোগাযোগ করুন।

Www.updatebangladesh0@gmail.com

পটুয়াখালীতে জমিজমা দ্বন্দ্বে মা মেয়েকে কুপিয়ে জখম | আপডেট বাংলাদেশ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে জমিজমা দ্বন্দ্বের জেরে মা মেয়ে ও ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ১২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুড়িপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফরিদা বেগম (৩৫) তার মেয়ে বৃষ্টি আক্তার (১৮) এবং ছেলে রবিউল হাওলাদার (১৩) আহত হন। বর্তমানে আহত ৩ জনই পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় গতকাল রাতেই জসিম ও তবারক হাং নামে দুজনকে জিগ্যেসাবাদের জন্য থানায় আনা হয়।

হাসপাতালে আহত ফরিদা বেগমের স্বামী মোঃ মনিরুল হাওলাদার বলেন, আমার বাড়ির পাশের রাস্তা ও বাড়ির জমি নিয়ে জসিম ও তবারকের সাথে দ্বন্দ্ব ছিলো। গতকাল এ নিয়ে সালিসি হয় যেখানে স্থানীয় চেয়ারম্যান হুমায়ুন কবির ও ৭ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মামুন খান উপস্থিত ছিলেন। সালিসি শেষ করে তারা পরবর্তী যেকোন একদিন জমির সমাধান হবে বলে চলে যান। কিন্তুুু সন্ধ্যার পর শুনি জসিম ও তবারক তাদের ৮/১০ জন লোক নিয়ে আমার বউ, ছেলে ও মেয়ের উপর হামলা চালায়। পরে সদর থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে আমার বউ, ছেলে এবং মেয়েকে উদ্ধার করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় জসিম খা, কালাম খা, সেকান্দর তাং, তবারক হাং, মতি হাং, আনোয়ার হাং, মামুন হাং, অযুফা বেগম নামে ১০/১২ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আহত ফরিদা বেগম জানান, সালিসির শেষে সন্ধ্যার পর জসিমদের সাথে জমিজমা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম রান্দা দিয়ে আমার মাথার উপর কোপ দেয় এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটাতে থাকে এবং আমার বাসার দরজা ভেঙ্গে আলমারিতে থাকা ৯০ হাজার টাকা নিয়ে যায়।

হাসপাতালে ভর্তি হওয়া আহত বৃষ্টি আক্তার জানান, জসিম, তবারকসহ ১০/১২ জন লোক আমাদের রান্দা ও লাঠি দিয়ে পেটাতে থাকে। আমার পিঠে ও শরীরের বিভিন্ন অংশে এখনো লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।

পটুয়াখালী সদর থানার এসআই বিপুল হাংলাদার বলেন, এ ঘটনায় গতকাল রাতেই জসিম ও তবারক হাওলাদার নামে দু জনকে জিগ্যেসাবাদের জন্য আনা হয়। মামলা হলে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

অপূর্ব সরকার
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন