পটুয়াখালীতে ৩ টি চোরাই গরুসহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের টাউন জৈনকাঠী, সুলতান মৃধার ব্রিক ফিল্ডের উত্তর পাশে নদীর চরে অভিযান চালিয়ে ৩ টি চোরাই গরু সহ মোঃ মাহাবুল সিকদার (৪৬), মোঃ কামাল হাওলাদার (৪০) ও মোঃ জসিম (৩৮) কে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে মাহাবুল সিকদারের বাড়ি দশমিনা উপজেলার পূর্ব লক্ষীপুর গ্রামে এবং বাকি দু জনের বাড়ি গলাচিপা উপজেলার চর আগস্তি গ্রামে। মাহাবুল সিকদারের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানা এবং দশমিনা থানায় ০৫টি গরু চুরির মামলা চলমান রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. আজমল হুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীণ।
অপূর্ব সরকার
পটুয়াখালী জেলা প্রতিনিধি ।
কমেন্ট করুন