অপূর্ব সরকার
পটুয়াখালী জেলা প্রতিনিধি…
পটুয়াখালীতে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিপাদ্য বিষয় ছিল ‘সুস্থ শরীর সুস্থ মন যদি থাকে সমৃদ্ধ বন’
মঙ্গলবার ( ২১ মার্চ ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীতে বন বিভাগের উপ বন সংরক্ষক মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আব্দুল্লাহ সাদীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। এছাড়া আরও বক্তব্য রাখেন পরিবেশবিদ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত,পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়,পটুয়াখালী টিভি জার্নালিস্ট ফোরামর সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, এনিমেল লাভার অব পটুয়াখালী সংগঠনের সদস্য আবদুল কাইউম ও মোঃ নিপু ।
বক্তারা বলেন, পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বিবেচনায় আমাদের টিকে থাকার জন্য প্রাকৃতিক বন পুনরুদ্ধার ও সংরক্ষণে তৃণমূল পর্যায়ে আরো সচেতনতা বাড়াতে হবে। এর লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। স্ব স্ব অবস্থান থেকে বনায়ন কার্যক্রম আরো বেগবান করতে হবে। বাংলাদেশের টেকসই পরিবেশ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর একটি পৃথিবী নির্মাণে গাছ লাগানোর বিকল্প নেই।
পরিবেশ উন্নয়ন ও মানবজাতির কল্যাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় সভায় উপস্থিত সহকারী কমিশনার ওমর ফারুকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, পটুয়াখালী সদর রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি,এনিমেল লাভার অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা ও বন বিভাগের জেলা উপজেলার কর্মকর্তা কর্মচারীরা।
এর আগে সভায় সাগত বক্তব্য রাখেন পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ তারিকুল ইসলাম।
কমেন্ট করুন