দেশে এখন পর্যন্ত ১৭০ চিকিৎসক ও ৪০০ স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন একজন। একজনের মৃত্যু হয়েছে। চারজন চিকিৎসক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি আছেন ৬২ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।
সোমবার (২০ এপ্রিল) সকালে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে, সেখানে ১৪৩ জন চিকিৎসক। তাছাড়া সরকারি হাসপাতালে ৯৪ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন, সিএমএইচ ৮ জন ও বিএসএমএমইউ ৮ জন আক্রান্ত হয়েছে।
সরকারি হাসপাতালে বেশি আক্রান্ত হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ২৫ জন, কিশোরগঞ্জ ২২ জন, নারায়ণগঞ্জ ১৪ জনসহ মোট সরকারি হাসপাতালে ৯৪ জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছে। বাকিরা দেশের অন্যান্য জেলায় আক্রান্ত।
আক্রান্তদের সংস্পর্শ আসা প্রায় ৩০০ স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিন আছেন।
নিরূপম দাশ বলেন, প্রতিনিয়তই চিকিৎসকদের আক্রান্তের হার বেড়েই চলছে। যা খুবই উদ্বেগের বিষয়। এতে স্বাস্থ্যখাত ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।
কমেন্ট করুন