ডেস্ক রিপোর্টঃ
ইসলামী যুব আন্দোলন বরিশাল বিভাগের উদ্যোগে কুয়াকাটায় হোটেল পর্যটন কর্পোরেশনে জেলা দায়িত্বশীলদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি যুবনেতা মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মানসুর আহমেদ সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহের উদ্দিন, যুব কল্যান ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুছ তালুকদার, উপ সম্পাদক গাজী মুহাম্মদ ওসমান গনি, কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য আবুল হাসান রায়হান।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মদ আল আমিন।
কেন্দ্রীয় সভাপতি জেলার দায়িত্বশীলদের কাছে শাখার সমস্যা ও পরামর্শ শুনেন এবং তার সমাধান প্রদান করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নেছার উদ্দিন বলেন, “এই নষ্ট ঘুনে ধরা সমাজকে পরিবর্তন করতে হলে যুবকদের আদর্শভিত্তিক ত্যাগের বিকল্প নেই। যেই দেশের যুব সমাজ অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধে যত সক্রিয় ভূমিকা রেখেছে সেই দেশ তত শান্তিতে রয়েছে।
ইসলামী যুব আন্দোলনের প্রত্যেক সদস্য-কর্মীদের কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করতে হবে। দেশ আজ নীতিহীনতার অতল গহবরে পৌছেছে। সর্বত্র অপরাজনীতির সয়লাব।
একদল দেশকে শ্রীলংকা বানাতে ব্যস্ত, অপরদল শ্রীলংকায় পরিনত হওয়ার অপেক্ষা করছে।
আমরা দেশকে এই কঠিন মুহুর্তে এভাবে ছেড়ে দিতে পারিনা। এদেশের মাটি ও মানুষকে আমরা ভালবাসি। দেশের কল্যানের জন্য আমাদেরকে সমাজ এবং রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
কমেন্ট করুন