জহিরুল ইসলাম
যশোর জেলা প্রতিনিধি
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাসিন্দা যশোর চাচড়া চেকপোস্ট নামক স্থানে একে ট্রাভেলস খুলনা মেট্রো- জ, ১১ঃ০১১৬ বাসের চাকার নিচে পিষ্ট হয়ে খলিলুর রহমান(৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যারপর যশোর সদর উপজেলার আফিল এগ্রো লিমিটেডের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের টাওরা গ্রামের মৃতঃ রবিউল ইসলামের মেঝো ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাহিরে যায়। চাচড়া চেকপোস্ট নামক স্থানে পৌছালে সামনে থাকা গাড়ি তাকে ধাক্কা দেয়, ঐ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পরিবহন পিস্ট করে চলে যায়।
নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, মরদেহ তাহার নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনরা থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।
কমেন্ট করুন