জহিরুল ইসলাম
যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ২৫০ পিস ইয়াবা সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছ যশোর ডিবি পুলিশ।
আটককৃতরা হলো: ১। শ্রী কাশিনাথ বসু (৪৫), তিনি ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত: মুরারী মহন বসুর ছেলে, ও ২। অনুপ সাহা (৩৮), তিনি নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের মৃত: অসিত সাহার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ অক্টোবর) যশোর ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এসআই (নিঃ) মো আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি চৌকস টিম যশোরের ঝিকরগাছা বাজারে জননী সুপার মার্কেটের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদের দুজনকে আটক করে। এসময় তাদেরকে তল্লাশি করে দুইশো পঞ্চাশ পিচ ইয়াবা উদ্ধার পাওয়া যায়। উদ্ধার কৃত আলামতের মুল্য আনুমানিক ৭৫,০০০ টাকা।
এএসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি এজাহার দায়ের করেন।
কমেন্ট করুন