জহিরুল ইসলাম
যশোর জেলা প্রতিনিধি
যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজা সহ তিন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ শে মে) বিকেলে এসআই রইচ আহমেদ, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই ইমদাদুল হকে সমন্বয়ে একটি চৌকস ঝিকরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। হাড়িখালি টু বাঁকড়া বাজার গামী পাঁকা রাস্তার উপর থেকে চিহ্নিত মাদক চোরাকারবারি ১। শাহিন আলম(৩০), পিতা ফজলুর রহমান ২। মিলন(৩৫) পিতা সোহরাব হোসেন ৩। মেসকাত হোসেন(৩০), পিতা সোহরাব হোসেন। সবাই বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত আলামতের মুল্য আনুমানিক ৯০,০০০ টাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।
কমেন্ট করুন