1. shahalom.socio@gmail.com : admin :
  2. mdjoy.jnu@gmail.com : Admin. :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫০ পূর্বাহ্ন
দেশের সকল জেলা,উপজেলা ও কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অবশ্যক।আগ্রহীগন যোগাযোগ করুন।

Www.updatebangladesh0@gmail.com

চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ দাবীতে বিকাল থেকে নীলক্ষেত রাস্তা ব্লক,রাতের ভিতর দাবী না মানলে গণভবনে মুখে যাত্রা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

সরকারী চাকুরীতে প্রবেশের বয়স সীমা ৩৫ করার জন্য চাকুরী প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে।এরই পরিপেক্ষিতে ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বয়স সীমা বৃদ্ধির দফা আনা হয় তবে আওয়ামী ক্ষমতায় আসার পর তাদের ইশতেহার অনুযায়ী দাবীটি এখনো কার্যকর করা হয় নি।তাই ছাত্ররা বয়সসীমা ৩৫ করার দাবীতে বিভিন্ন সময় শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে আসছে।বেশ কিছুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এর রাজু ভাস্কর্যের সামনে বয়স সীমা ৩৫ প্রত্যাশীরা আমরণ অনশন শুরু করে।আজ পূর্বনির্ধারিত কর্মসূচিতে হাজারো ছাত্ররা ৩৫ দাবীতে সোচ্চার হয়ে ওঠে।আন্দেলনে বক্তারা জানানা,৩৫ প্রত্যাশীরা কয়েকজন আমরণ অনশন পালনকারীর অবস্থা খুবই সংকটজনক,যদি কোন খারাপ কিছু হয় তাহলে এর দায় সরকারকে নিতে হবে।আমরণ অনশন পালনকারী কেউ কেউ চিকিৎসা সেবাও নিতে নারাজ,তারা তাদের দাবীতে খুব সোচ্চার,দাবী পূরণ না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন পালন করবে।কর্মসূচিতে বক্তৃতাকালে কয়েকজন জানান,এর আগে সরকারের বিভিন্ন মহলে তারা কূটনৈতিক যোগাযোগ করেন।মাননীয় প্রধানমন্ত্রীর এপিএসের কাছেও তারা তাদের দাবী তুলে ধরেন।গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতেরও চেষ্টা করেন,বিভিন্ন মন্ত্রী -এমপি,শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যাক্তিদের সাথেও কূটনৈতিক যোগাযোগে বয়স সীমা ৩৫ করার আশ্বাস পাওয়া গেলেও এখনো তা কার্যকর করে নি।বক্তারা আরও জানান,সরকার করোনা কালীন সময়ে বয়সের ছাড় দিয়েছে,যা শুভঙ্করের ফাঁকি বলা হয়,তারা বয়সের ছাড় অর্থাৎ ব্যাকডেট এর কথা উল্লেখ করে বলেন করোনায় সবার ২ বছর ক্ষতি হয়েছে,শিক্ষা ব্যাবস্থা বিঘ্নিত হয়েছে।ব্যাকডেটে যাদের বয়স তখন ২৯/৩০ ছিলো তারাই শুধু এর সুফল পেয়েছে,প্রকৃতপক্ষে তখন যাদের বয়স ২৬/২৭ ছিলো তারা বিন্দুমাত্র সুযোগ পাচ্ছে না।যা সংবিধান অনুযায়ী, সুযোগের সমতা হচ্ছে না।
বক্তারা আরো বলেন উন্নত বিশ্বে প্রতিটা দেশেই বয়স সীমা ৩০ বছরের উপরে।একমাত্র পাকিস্তানের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে বয়স সীমা ৩০।
একটা সময় মানুষের গড় আয়ু কম ছিলো,এখন দেশ উন্নত হয়েছে,গড় আয়ু বেড়েছে তাই উন্নত দেশের মানদণ্ডের সাথে তাল মিলিয়ে বয়স সীমা বৃদ্ধির যোক্তিক দাবী সরকারের মেনে নেওয়া উচিত।
২০১৮ সালের নির্বাচনী ইশতেহার ও ২০১৯ সালের আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কথা অনুযায়ী বয়স সীমা বৃদ্ধি যোক্তিক দাবী।
সর্বশেষ খবর অনুযায়ী,৩৫ প্রত্যাশী এক আপু সরকার দাবী না মানায়,আজ বিষপান করেছে,তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সরকারের শেষ সময় ৩৫ প্রত্যাশীদের স্লোগান :
“সামনে আসছে নির্বাচন
৩৫ আমার প্রয়োজন ”

তারা দাবী করছে বয়স সীমা ৩৫ করলে এই শিক্ষিত বেকারদের বড় একটি অংশ সরকারের পক্ষে থাকবে।
৩৫ প্রত্যাশী ছাত্ররা বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন