শাহিন মাহমুদ,
স্টাফ রিপোর্টার:
‘ধর্ষণ মুক্ত দেশ চাই, ধর্ষণের শাস্তি ফাঁসি চাই’ স্লোগানে কুমিল্লার পূবালী চত্বরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (০৬-১০-২০২০) সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধীরে ধীরে কান্দির পারে জরো হতে থাকে। যা সকাল ১০ টায় এক অনুষ্ঠানে রূপ নেয় এবং প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে মানব বন্ধন শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক, সমাজসেবক, জনপ্রতিনিধি। বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজসহ দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণ, নারীর শ্লীলতাহানি, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা ধর্ষকদের কঠোর বিচার চেয়ে বক্তব্য প্রদান করেন।
এসময় বর্ষা শেখ নামে এক সমাজকর্মীর সাথে কথা হলে তিনি বলেন “সমাজে এখনো কিছু রত্নগর্ভা মায়েদের দামাল ছেলেরা আছে বলেই আমরা মেয়েরাও প্রতিবাদের ভাষা খুঁজে পাই। নয়তো আমরা কবেই বিলীন হয়ে যেতাম।”
সন্ধ্যা ৬টায় পূবালী চত্বর থেকে মশাল মিছিল বের করে চকবাজার সহ বিভিন্ন সরক ঘুরে মিছিলটি শেষ হয়।
এ ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং দেবিদ্বারসহ অন্যান্য উপজেলায় মানব বন্ধন ও প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়।
কমেন্ট করুন