স্টাফ রিপোর্টঃ
“এবারের শীতে মানবিক কাজ হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাড়াতে আমরা বদ্ধপরিকর”। এ শ্লোগানকে সামনে রেখে এস এস সি-০৯ ও এইচএসসি-১১ ব্যাচ কুমিল্লা জেলার সদস্যদের উদ্যোগে শীতের উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। যার মধ্যে ছিল কম্বল ও বিভিন্ন ধরনের পোষাক।
১৫ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ১১টায় নগরীর শিমপুর চৌরঙ্গী এলাকায় শীতবস্র বিতরন মধ্য দিয়ে কার্যক্রমের ১ম পর্ব শুরু হয়। বিকেল ৪ টায় ২য় পর্বে নগরীর রাজাপাড়ায় লুঙ্গি, কম্বল, পুরুষ ও মহিলাদের জ্যাকেট এবং বাচ্চাদের পোষাক বিতরণ করা হয়। উভয় সময়ে স্থানীয় কাউন্সিলর ও এলাকার সম্মানিত ব্যক্তিগন উপস্থিত ছিলেন। তাহারা “দি ইনভিন্সিবল ৯/১১” এর সকল সদস্যদের এ মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানান।
গভীর রাতে কান্দিরপাড় থেকে শুরু করে নগরীর বিভিন্ন গলি ও রাস্তায় ঘুমন্ত দুস্ত মানুষদের কাছে শীতবস্ত্র ও প্রয়োজনীয় কাপর পৌছে দেন কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ।
কুমিল্লা জেলার এডমিন প্যানেলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কার্যক্রমে উপস্থিত সদস্যগন বলেন, আমাদের সকল বন্ধুদের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে আমরা খুবই আনন্দিত। এসময় তারা আরো বলেন, দি ইনভিন্সিবল ৯/১১ গ্রুপের শীতবস্র বিতরণ ও সামাজিক সহযোগিতা মুলক কার্যক্রম দেশ ব্যাপী চলমান থাকবে বলে আশা করছি।
কমেন্ট করুন