অনলাইন রিপোর্টঃ
২০১৯ সালে ভারতের হয়ে শেষ বার খেলেছিলেন ধোনি। বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। সেটা ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল।
মুখ ভর্তি কাঁচা-পাকা দাড়ি। জুলফি পেকে গিয়েছে। মহেন্দ্র সিংহ ধোনির এমন ছবিই পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন চেন্নাই দলের অধিনায়ক। সেই কারণেই চেন্নাই পৌঁছে গিয়েছেন ধোনি। সেখানেই অনুশীলনে নেমে পড়েছেন।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। তার পর থেকে শুধুই আইপিএলে খেলেন। গত বছর আইপিএলের শুরুতে চেন্নাই দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। যদিও মাঝ পথে রবীন্দ্র জাডেজাকে সরিয়ে আবার অধিনায়ক করা হয় তাঁকে। এই বছরও চেন্নাইকে তিনিই নেতৃত্ব দেবেন। প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি। চেন্নাইয়ের পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে হাল্কা নীল রঙের জ্যাকেট এবং ট্রাউজার পরে একটি ব্যাগ নিয়ে রয়েছেন।
২০১৯ সালে ভারতের হয়ে শেষ বার খেলেছিলেন ধোনি। বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। সেটা ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল। আইপিএলের মঞ্চেই দেখা যায় তাঁকে। হলুদ জার্সিতে হয়তো এ বারই শেষ বার দেখা যাবে ধোনিকে। ঘরের মাঠে খেলে অবসর নেওয়ার কথা বলেছিলেন তিনি।
কমেন্ট করুন