ডেস্ক রিপোর্টঃ
কোভিড ১৯ রোগে কাপছে বিশ্ব,করোনা ভাইরাসে স্থবির হয়ে উঠছে গোটা বিশ্বায়ন।যার প্রভাবে পৃথিবী, মহাদেশ,দেশ, রাজধানী,শহর ছুয়ে প্রতিটা মানুষ আজ দিশেহারা।কষ্টে জীবন যাপন করতে আছে হাজারো টিউশন নির্ভর ছাত্ররা।ঢাকায় বেশীর ভাগ ছাত্ররাই টিউশন করে পড়াশুনার খরচ চালায়।আবার অনেক গরিব ছাত্র টিউশন করে পরিবারেও আর্থিক অবদান রাখে।দেশে মার্চ মাসে করোনা দেখা দিলে তখনই অভিভাবকদের মনে করোনা আতঙ্ক আসে।১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।মার্চ মাসেই সরকারী সাধারন ছুটি ঘোষনা করে লকডাউন ছিলো দেশে।তখন থেকেই টিউশন বন্ধ।এখন জুন মাস চলছে। করোনা প্রকট এখনও চলছে ও করোনা মহামারী তুলনামূলক পূর্বের ন্যায় আরও বাড়ছে।দীর্ঘ অনিশ্চয়তা দেখা দিচ্ছে।অনেকেই বাড়ি থেকে টাকা এনে মাসের পর মাস মেস বা হোস্টেলের সিট ভাড়া দিতে হিমশিম খেয়ে মেস,হোস্টেল,বাসা ছেড়ে দিচ্ছে।অনিশ্চয়তাময় টেনশনে দিনকাটছে নিম্নবিত্ত ছাত্রদের।এসব ছাত্রদের মধ্যে অনেকেই বেকার।তাদের অবস্থা আরও করুন।আশাকরি সরকারের দায়িত্বশীল পক্ষ থেকে ছাত্রদের সুবিধার জন্য একটা পদক্ষেপ নিবে।
কমেন্ট করুন