সংবাদ সম্মেলনে বিজেএএ
ডেস্ক রিপোর্টঃ
বিএনপিপন্থী আইনজীবীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) নেতারা অভিযোগ করেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া না মেনে তাড়াহুড়ো করে বিএনপি নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। বর্তমান শাসন ক্ষমতাকে শক্তিশালী করতে বিএনপির দায়িত্বশীল নেতাদের একের পর এক শাস্তি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
রাজনৈতিক সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় সোমবার ঢাকা ও রংপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মোট ১১২ নেতা-কর্মীকে সাজা দেওয়া হয়েছে। আর গত দুই মাসে একই অভিযোগে দায়ের করা ২১টি মামলায় মোট ২৭১ জন নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে।
এ প্রেক্ষাপটে আদালতের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজেএএফ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজেএএফের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
সম্মেলনে বিজেএএফ সভাপতি অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, “বর্তমান অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একের পর এক ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। আমাদের বিচার ব্যবস্থা বিশেষ করে দেশের নিম্ন আদালতগুলো সরকারের অপপ্রয়োগের সবচেয়ে বড় শিকার।
এ বছরের ১২ সেপ্টেম্বর বিএনপিপন্থী আইনজীবী নেতারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (সিজেএম) সঙ্গে দেখা করে সরকারের দাবি অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্যক্রমের বিষয়ে প্রতিকার চেয়েছেন।
কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লক্ষ্য করেছি, এই সরকারের বর্তমান শাসনামলের শেষের দিকে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির দায়িত্বশীল নেতাদের একের পর এক সাজা দেওয়া হচ্ছে। এটা শুধু ন্যায়ের নামে অন্যায় বা প্রহসনই নয়, বিরোধী দলের নেতা-কর্মীদের মানবাধিকারের চরম লঙ্ঘনও।
আইনজীবী বলেন, “বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ সদস্যদের জবানবন্দি নিয়েই সাজা দেওয়া হয়। এসব মামলায় বিচার কার্যক্রমে কোনো নিরপেক্ষ সাক্ষী হাজির করা হয়নি। এমনকি ফৌজদারি কার্যবিধিতে (সিআরপিসি) নির্ধারিত বিচার কার্যক্রমের ধাপগুলোও বিএনপি নেতাদের সাজা দেওয়ার ক্ষেত্রে অনুসরণ করা হয়নি এবং তাড়াহুড়ো করে তাদের সাজা দেওয়া হয়েছে। মৃত ও নিখোঁজদের বিরুদ্ধেও সাজা দেওয়া হয়েছে।”
সংগঠনগুলো আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে মৃত ও নিখোঁজ ব্যক্তিদের বিরুদ্ধে সাজা প্রদানকারী বিচারকদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাতিলের দাবি জানায়।
কমেন্ট করুন